
ইরানের পরমাণু কর্মসূচিতে রাশ টানতে দেশটির ওপর আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠেছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি বা ই-থ্রি। জাতিসংঘেও তাদের এই প্রস্তাব গৃহীত হয়েছে। এতে ২৮ সেপ্টেম্বর থেকে তেহরানের ওপর আবারও বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরে আসবে। দেশগুলোর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াডের পদকজয়ীদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পেজেশকিয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শুক্রবারের ইরানবিরোধী সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে বলেন, তিনি বহুবার দেখেছেন কিছু শক্তিধর দেশ ইরানের পথ রুদ্ধ করার চেষ্টা করেছে।




